DMCA.com Protection Status
title="৭

মানুষ এখন অনেক সচেতন, সামনে নির্বাচন এত সহজ হবে না: তারেক রহমান

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে যে নির্বাচন তা এত সহজ হবে না। আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এখন দুর্বল হয়ে গেছে। কিন্তু ২০ বছর আগের যেকোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন কঠিন হতে যাচ্ছে। কারণ মানুষ এখন অনেক সচেতন। সেজন্য জনগণের সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে। কেউ কেউ ভাবছে আমরা ক্ষমতায় চলে গেছি। আমরা ক্ষমতায় যাব কিনা জানি না। আমরা জনগণের সমর্থন পেলে তখন ক্ষমতায় যাব।

আজ সোমবার বিকেল সোয়া ৫টায় রাষ্ট্র মেরামতে বিএনপি প্রদত্ত ৩১ দফা বিষয়ক খুলনা বিভাগীয় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দলের কেউ ভুল করে থাকলে তাদের সতর্ক করতে হবে, সচেতন করতে হবে। সঠিক পথে নিয়ে আসতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে হবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। জনগণের আস্থা ধরে রাখা কঠিন। এই আস্থা ধরে রাখার দায়িত্ব দলের নেতা-কর্মীদের।

তারেক রহমান আরও বলেন, বিএনপি দেশের কথা, দেশের মানুষের কথা চিন্তা করে। সে কারণে ২ বছর আগে থেকে বিএনপি সংস্কারের কথা বলে আসছে। ২ বছর আগে থেকে ৩১ দফা নিয়ে কথা বলছে। এই ৩১ দফা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে হবে। শুধু দলের নেতাকর্মী নয়, সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ৩১ দফার পক্ষে সাধারণ মানুষের সমর্থন আদায় করতে হবে। 

Share this post

scroll to top
error: Content is protected !!