DMCA.com Protection Status
title=""

সচিবালয়ে আগুন: নেভাতে গিয়ে ট্রাকচাপায় ফায়ার সার্ভিসকর্মী নিহত

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ  বাংলাদেশ সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় একজন ফায়ার সার্ভিসকর্মী নিহত হয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে আগুন নেভা গিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিনি। তখন তেজগাঁও ফায়ার সার্ভিসের এই কর্মী নিহত হন। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহত মো. সোহানুর জামান নয়ন রংপুরের মিঠাপুকুর থানার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে।

আহত ব্যক্তির নাম হাবিবুর রহমান।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, ‘আগুন নেভানোর সময় সড়কে একটি ট্রাক চাপা দিলে তারা হতাহত হন।’

তারা পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হচ্ছিলেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, রাত পৌনে ২টার দিকে ফায়ার সার্ভিস সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে।

১৯ ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টায় আজ সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে

সচিবালয় ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে রাত ১টা ৫৪ মিনিটে। পরে বিভিন্ন এলাকা থেকে এসে মোট ১৯টি ইউনিট ইউনিট যোগ দেয়। তাদের ৬ ঘণ্টার চেষ্টায় আজ বৃহস্পতিবার (২৬) ডিসেম্বর সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে ঢুকতে পারেননি।

সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Share this post

scroll to top
error: Content is protected !!