ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন । ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল হয়ে খেলবেন তিনি। এই পেসার টুর্নামেন্টে ঠিক কয়টি ম্যাচে খেলবেন, সেটা নিয়ে তার দল ফরচুন বরিশালের ভক্তদের মধ্যে জল্পনা-কল্পনা চলছে।
পাকিস্তানি গণমাধ্যম সূত্রে জানা গেছে, বরিশাল শাহিনকে পুরো বিপিএলে পাবে না। আগামী ১৫ জানুয়ারি পর্যন্তই এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন তিনি। এই সময়ের মধ্যে ফরচুন বরিশাল ম্যাচ খেলবে পাঁচটি। ৯ জানুয়ারির পর দলের পরবর্তী ম্যাচ ১৬ জানুয়ারি। শাহীন সিলেট পর্বের পর আর খেলবেন কিনা সেটা নিয়ে তাই ধোঁয়াশা থাকছে।
এদিকে পাকিস্তানের ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, শাহিন আফ্রিদি নির্বাচকদের কাছ থেকে নিগৃহীত হওয়ার পরই বিপিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে এই পেসার খেলতে চাইলেও তাকে দলে রাখেননি নির্বাচকরা।
আরও জানা গেছে, টেস্ট সিরিজের আগে নির্বাচকরা চারদিনের একটি ম্যাচে শাহিনকে খেলতে বললেও এই পেসার সে ডাকে সাড়া দেননি। আর সেই কারণেই নির্বাচকরা তাকে টেস্ট সিরিজের দলে রাখেননি বলে গুঞ্জন রয়েছে।