ইমরুল হাসানঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম মিজানুর রহমান রাজের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৩ জানুয়ারি) কম্বল বিতরণ করা হয়। জানা গেছে, রাজধানীর আসাদগেট, খামারবাড়ি ও ফার্মগেট এলাকায় অনেক ছিন্নমূল মানুষ রাস্তার ধারে বসবাস করে। শীতার্ত সেইসব মানুষের মাঝে প্রায় দুই শতাধিক শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন জুয়েল, রানা, টিটু, শিশির, রাজুসহ অনেক নেতা ও কর্মী।