ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কিছুদিনের জন্য দলের কাজ কমিয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সাত বছরের বেশি সময় পরে সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনে যান চিকিৎসার উদ্দেশ্যে। তারপর থেকে তারেক রহমানসহ পরিবারের অন্য সদস্যরা নিয়মিত সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসা ব্যবস্থা তদারক করছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বাংলা আউটলুককে বলেন, দলের গুরুত্বপূর্ণ সভা ছাড়া আনুষাঙ্গিক কার্যক্রমে কিছুটা সংকুচিত করেছেন তারেক রহমান। বুঝতেই পারছেন, অসুস্থ মাকে সময় দেওয়া তার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ।
অন্যদিকে বিএনপির আরেকজন নেতা বাংলা আউটলুককে জানান, কার্যত উনি কিছুটা ছুটির মধ্যেই আছেন। উনি ওনার মাকে সময় দিচ্ছেন এবং দলের খুব গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া দৈনন্দিন কাজের অংশ থেকে কিছুটা ছুটি চেয়েছেন।
এদিকে বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়, শনিবারও দলটির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সহধর্মিণী প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদা রহমান।
তাদের সরবরাহ করা একটি ভিডিওতে দেখা যায়, তারেক রহমান ও তার স্ত্রী দলের কয়েকজনসহ হাসপাতালে মাকে দেখতে যাচ্ছেন। সে সময়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব তিনি দেননি।