DMCA.com Protection Status
title=""

প্রকাশ পেল হুমায়রা সুবাহ’র নতুন মৌলিক গান “আমি তোমায় দিলাম”

ইমরুল হাসান: নতুন প্রজন্মের অভিনেত্রী ও গায়িকা শাহ হুমায়রা সুবাহ তার ভক্তদের জন্য নতুন গান নিয়ে হাজির হয়েছেন। সম্প্রতি তার কণ্ঠে মৌলিক গান" আমি তোমায় দিলাম” মুক্তি পেয়েছে। গানটির সংগীত পরিচালনা করেছেন রবিন ইসলাম, আর ভিডিও নির্মাণ করেছেন এস.কে সোহাগ। গানটি একটি রোমান্টিক ধারার এবং এর মিউজিক ভিডিওতে নিজেই অভিনয় করেছেন সুবাহ। ভিডিওর শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে এবং এটি ১৯ জানুয়ারি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

গানটি নিয়ে সুবাহ বলেন, ‘আমি তোমায় দিলাম’ রোমান্টিক একটি গান। আশা করছি, সবার মন ছুঁয়ে যাবে। সামনে আরও নতুন গান ও চমক নিয়ে আসছি।”


সুবাহ জানিয়েছেন, অভিনয়ের পাশাপাশি সংগীতেও তার উপস্থিতি থাকবে। তার প্রতিভা দুই ক্ষেত্রেই ছড়াতে চায়। ভক্তদের জন্য তিনি আরও নতুন কাজের প্রতিশ্রুতি দিয়েছেন।

চিত্রনায়িকা হিসেবে সুবাহ’র ক্যারিয়ার শুরু হয় “বসন্ত বিকেল” সিনেমার মাধ্যমে, যেখানে তিনি শিপন মিত্রের বিপরীতে অভিনয় করেন। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি দর্শকের মাঝে প্রশংসা কুড়িয়েছিল। অভিনয়ের পাশাপাশি গানের প্রতি তার এই আগ্রহ ভক্তদের মাঝে নতুন মাত্রা যোগ করেছে।

Share this post

error: Content is protected !!