DMCA.com Protection Status
title=""

দেশ গঠনে বাধা মোকাবিলায় নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান তারেক রহমানের

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যাশিত দেশ গঠনে দলীয় নেতা-কর্মীদের প্রত্যেককে শপথ গ্রহণের মাধ্যমে নিজেদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি লক্ষ্য পূরণের পথে যদি কোনো শক্তি বাধা হয়ে দাঁড়ায় সেখানে দলীয় প্রতিরোধ গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের নিয়ে মাগুরা অডিটোরিয়ামে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আমরা একটি নির্বাচন প্রত্যাশা করছি; যেখানে জনগণ সিদ্ধান্ত নেবে কে জনগণের দেখভাল করবে। বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। অন্যান্য রাজনৈতিক দলও মনে করে দেশের এবং জনগণের মৌলিক সমস্যা সেটি সমাধানে এবং দেশ মেরামতের জন্যে বড় দল হিসেবে বিএনপিকেই দায়িত্ব নিতে হবে। মেরামতের কারিগর বিএনপিকে হতে হবে।

তারেক রহমান আরও বলেন, বিগত ১৫ বছরে বিএনপির বহু নেতা-কর্মী গুম, খুন, গায়েবি মামলার শিকার হয়েছে। বিগত স্বৈরাচার আপনার ব্যবসা বাণিজ্য তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে; কিন্তু আমরা মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। যদি মানুষের বাকস্বাধীনতা প্রতিষ্ঠা করতে পারি, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করতে পারি- তাহলে জনগণের কথা বলা যাবে, জনগণের সমস্যা সমাধান করা যাবে। দেশের সমস্যাও সমাধান করতে পারব।

দলের প্রত্যেককে শপথ গ্রহণের মধ্য দিয়ে প্রতিজ্ঞার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যে দায়িত্ব আমরা নিয়েছি, জনগণ আমাদের দিয়েছে বা দিতে যাচ্ছে, যে প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছি সেটির নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা যেন অর্জন করতে পারি- সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দেন। এজন্য নিজেদের যেন প্রস্তুত করতে পারি সেই শপথ গ্রহণ করি।

পাশাপাশি প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার লক্ষ্য পূরণের পথে বাধাগুলো মোকাবিলার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ৩১ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর আমাদের যে শপথ সেটিকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ কেউ বাধা হয়ে দাঁড়ায় তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। তাহলে ২০ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলা সম্ভব হবে।

Share this post

error: Content is protected !!