DMCA.com Protection Status
title=""

হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার

ক্যাপ্টেন (অবঃ) মারুফ রাজুঃ আন্তর্জাতিক অপরাধ আদালতের অপসারিত সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর উত্তরার তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.মহিদুল ইসলাম।

মহিদুল ইসলাম বলেন, সোমবার রাতে ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা-পুলিশ। উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরা পশ্চিম থানায় হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। 

এর আগে তুরিনের বাড়িতে অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেন উত্তর-পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান। তিনি বলেন, আমরা ব্যারিস্টার তুরিন আফরোজের বাসা ঘিরে রেখেছি।

Share this post

error: Content is protected !!