অবরোধে সহিংসতার সঙ্গে সরকর দলীয় লোকজনই জড়িত খালেদা জিয়ার এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জনগণের রোষানল থেকে বাঁচতে খালেদা জিয়া মানুষ হত্যার দায় অন্যের ওপর চাপাচ্ছেন। এর আগেও তিনি ও তার দল মিথ্যা বিবৃতি দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন। বিশ্ব সম্প্রদায়ের কাছে জালিয়াত হিসেবে চিহ্নিত হয়েছে তার দল।’
সোমবার সন্ধ্যায় খালেদা জিয়ার সংবাদ সম্মেলনের পর ধানমণ্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
হাছান মাহমুদ বলেন, ‘আমরা আশা করেছিলাম খালেদা জিয়া জনগণের কাছে ক্ষমা চেয়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিবেন। কিন্তু তিনি উল্টো পেট্রোলবোমা মেরে ও সন্ত্রাস করে মানুষ হত্যার ঘোষণা দিয়েছেন।’
তিনি বলেন, ‘খালেদা জিয়ার অবরোধে সাধারণ মানুষ তো দূরের কথা তার নিজ দলের নেতাকর্মীরাও সাড়া দেয়নি। সাধারণ মানুষ তার ওপর ক্ষুদ্ধ। তিনি আজ ভয়, সন্ত্রাস ও নৈরাজ্যের নেত্রীতে পরিণত হয়েছেন। তিনি ও তার দল আজ দেশে ও বিদেশে ধিক্কৃত। ধিক্কার থেকে বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছেন।’
আওয়ামী লীগের এ মুখপাত্র আরো বলেন, ‘মায়ের পেটে শিশু ও স্কুলছাত্র, ডাক্তার, বৃদ্ধা কেউ-ই তাদের বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না। আমরা তাদের এই বর্বরতার তীব্র ধিক্কার জানাই। আমার সন্দেহ হয় তিনি মানসিকভাবে সুস্থ আছেন কি না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘রাজনীতির নামে তাদের প্রতিটি মানুষ হত্যার বিচার সময় মতই করা হবে।’
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ড. আবদুস সোবাহান গোলাপ, সুজিত রায় নন্দী ও সাইমুন সারোয়ার কমল প্রমুখ।