DMCA.com Protection Status
title="৭

বিদেশে অপপ্রচারের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সতর্ক থাকতে হবেঃ শেখ হাসিনা

hasina01বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে তৎপর দুষ্টচক্রের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বিশেষ করে বিদেশে মিশনে কর্মরতদের দেশের ভাবমূর্তি তুলে ধরা এবং প্রবাসীদের প্রতি সংবেদনশীল ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

কাজের গতিশীলতা আনার লক্ষ্যে প্রত্যেক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য নিজের দায়িত্বাধীন মন্ত্রণালয়গুলো পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘কূটনীতি হচ্ছে টিমওয়ার্ক। তা কেবল অন্য দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মধ্যেই আবদ্ধ নয়। বরং এ দায়িত্ব ব্যবসা-বাণিজ্যের খাতে সম্পর্কের উন্নয়ন এবং দেশের রপ্তানি ও অর্থনীতির সমৃদ্ধির জন্য বিনিয়োগ পর্যন্ত সম্প্রসারিত।’

৮০ থেকে ৯০ লাখ বাংলাদেশি, যাদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সতেজ হচ্ছে, তাদের অবদান মনে রাখতে কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনীতিতে প্রবাসীদের অবদান অবহেলিত হওয়া উচিৎ নয়।’

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বক্তব্য দেন। এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সচিব মো. শহিদুল হক এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার জনশক্তি রপ্তানির জন্য স্বচ্ছ ব্যবস্থা প্রবর্তনের পদক্ষেপ নিয়েছে। স্মার্টকার্ড চালু করা হয়েছে। যা একজন ব্যক্তি সম্পর্কে সব তথ্যের যোগান দেবে। প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে কেউ যেন বিদেশে যেতে না পারে সে পদক্ষেপও নেয়া হয়েছে। এখন প্রবাসীদের প্রয়োজন দূতাবাসে কর্মরতদের পক্ষ থেকে ভালো ব্যবহার।’ 

Share this post

scroll to top
error: Content is protected !!