বাংলাদেশে সন্ত্রাসের কোনো স্থান নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ উদ্বোধনের পর তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করছে। এ সব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধের জন্য পুলিশের সঙ্গে সর্বসাধারণেরও এগিয়ে আসতে হবে।’
এ সময় দায়িত্ব পালন করতে গিয়ে যে সব পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী।
পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সব পুলিশ সদস্যকে তাদের কাজের জন্য ঝুঁকি ভাতা দেওয়া হবে। পুলিশে ৩১ হাজার ৭৪৪টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠনের ফলে শিল্প প্রতিষ্ঠান বিশেষ করে গার্মেন্টস সেক্টরে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত হয়েছে।’
তিনি বলেন, ‘অভ্যন্তরীণ নিরাপত্তা, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষা করা পুলিশের পবিত্র দায়িত্ব। এ জন্য সরকারে এসে আমরা পুলিশকে জনবান্ধব, পেশাদার ও আধুনিক বাহিনীতে পরিণত করতে ব্যাপক সংস্কার ও উন্নয়ন করেছি।’
পরে ২০১৪ সালের অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৮৬ জন পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাজ পড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।