বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বিএনপি নেত্রীর ছেলে মারা গেছে। তারা শোকে মুহ্যমান। তার পরও রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করেনি। দেশ নিয়ে তারা খেলছে।’
দশম সংসদের পঞ্চম অধিবেশনে মঙ্গলবার বিকেলে প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ সব বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। সন্ত্রাস, বোমাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তাহলে কিছুদিনের মধ্যেই বাংলাদেশ পূর্ন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।’
তিনি বলেন, ‘কোনো আন্দোলন সংগ্রামে কিছুই হচ্ছে না। সবকিছুই স্বাভাবিকভাবেই চলছে। গার্মেন্টস ও কলকারখানা চলছে, তার পরও কিছুটা ক্ষতি হচ্ছে।’
জিএসপি নিয়ে সংসদ সদস্য আবদুল মান্নানের প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আপাতত জিএসপি সুবিধা পাওয়ার সম্ভাবনা নেই। তাতে আমাদের রফতানিতে কোনো সমস্যা নেই। আমরা কেবল তিন হাজার কোটি টাকার প্লাস্টিকই রফতানি করি। এ জন্য এ দেশের রফতানির কোনো ক্ষতি হবে না।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র জিএসপি দিত। এ সুবিধা বন্ধ করে দেওয়ার সময় ১৬টি পয়েন্ট পূরণ করতে বলেছে। আমরা পূরণ করেছি। তাদের (যুক্তরাষ্ট্র) এখন জিএসপির ব্যাপারে আগ্রহ নাই।’