উত্তর কোরিয়ায় কিম জং উনের নেতৃত্বে প্রতীকী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশটির সমগ্রতাবাদি রাজনৈতিক পটভূমিতে- যে রাষ্ট্রব্যবস্থায় একটি ছাড়া আর কোনো রাজনৈতিক দল থাকে না- কিম জং উন আবারও ‘প্রধানতম নেতা’ হিসেবে নির্বাচিত হলেন।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ এ সংবাদ জানায়।
জাতিসংঘ নিযুক্ত মানবাধিকার গবেষকদের সর্বশেষ গবেষণায় উত্তর কোরিয়ায় চরম মানবিক বিপর্যয়ে তথ্য উঠে এসেছে, যাকে ‘নাৎসি বর্বরতার সমান’ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।
উত্তর কোরিয়ার প্রশাসন এ অভিযোগ অস্বীকার করে প্রতিবেদনটিকে ‘বানোয়াট’ বলে অভিহিত করেছে।
প্রতি ৫ বছর পর পর উত্তর কোরিয়ায় এ প্রতীকি নির্বাচন অনুষ্ঠিত হয়। এখনও পর্যন্ত পরিবারের ৩য় সদস্য হিসেবে কিম জং উন দেশটির প্রধানতম নেতা- সুপ্রিম লিডার হিসেবে নির্বাচত হয়ে চলেছেন।