আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন,“সুশীল! সু অর্থ ভালো আর শীল অর্থ নাপিত। আপনাদের দিয়ে রাজনীতি হবে না। আপনারা ভালো কামাইতে পারেন।”
সহিংসতা দমনে প্রয়োজনে নাশকতাকারীদের এনকাউন্টারে দেয়ার ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেন সেলিম। তিনি বলেন, “যারা বলেন এনকাউন্টার মানবতাবিরোধী অপরাধ; তাদের কাছে জিজ্ঞাসা, পেট্রলবোমা দিয়ে মানুষ পোড়ানো কী মানবতাবিরোধী অপরাধ না?”
বৃহস্পতিবার রাজধানীর গুলশান ২ নম্বর গোল চত্বরে স্বেচ্ছাসেবক লীগের এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
শেখ সেলিম বলেন, “বিএনপি একটি জঙ্গি সংগঠন। অন্যান্য দেশের জঙ্গি সংগঠনের মতো তাদেরও বিচার করতে হবে। সহিংসতায় নিহত ব্যক্তিদের রক্তের ওপর পা রেখে বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হবে না।
সেলিম বলেন, “যেসব বুদ্ধিজীবী সংলাপের কথা বলে সহিংসতাকে উসকে দিচ্ছেন, তাদেরও বিচারের আওতায় আনা হবে। শেখ সেলিম বলেন, “বিএনপি নেতারা আন্দোলনে না থেকে বিদেশে পালায় রইছে। কিন্তু খালেদা জিয়াকে পালিয়ে যাওয়ার সুযোগ দেয়া হবে না।”
স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোবাশ্বের চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় আরো বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোল্লা মো. আবু কাউছার, সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।