ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অস্ত্রের বিজ্ঞাপন নিষিদ্ধ করে দেয়া হয়েছে। এর পেছনের কারণ মূলত ক্রেতার যথার্থ পরিচয় সূত্র না জেনে এবং প্রয়োজনীয় কাগজপত্রের যাচাই বাছাই ছাড়াই অস্ত্র বিক্রি।
অস্ত্র বিক্রয় কোম্পানিগুলোর যাবতীয় বিজ্ঞাপন এরই মধ্যে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার 'ফেসবুক' তাদের বক্তব্যে বলেছে, যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত পরিচয়পত্র নেই এমন ক্রেতা, এমনকি অস্ত্র বিক্রয়ের লাইসেন্স নেই এমন ডিলার কর্তৃক অস্ত্র ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করে দেয়ায়, এসব কোম্পানির অবৈধ অস্ত্রের বিজ্ঞাপন শিগগিরই মুছে ফেলা হবে। মাধ্যমটি আরও জানায়, ইনসটাগ্রাম সদস্য যারা অস্ত্রের বিক্রয় অথবা প্রসারের পন্থা খোঁজ করছেন তারা ‘ইন-অ্যাপ এডুকেশন’ এর মাধ্যমে তা পেয়ে যাবেন।
ফেসবুকের বৈশ্বিক নীতিনির্ধারকের প্রধান মনিকা বিকার্ট তার ব্লগ পোস্টে লিখেছেন, ‘আমরা কোনোভাবেই এ ধরনের বিক্রয় জনিত বিজ্ঞাপনে সম্মতি জানিয়ে আইনকে অবমাননা করতে পারি না। আমি ফেসবুক এবং ইনসটাগ্রাম কর্তৃপক্ষকে সাধুবাদ জানাই এই সিদ্ধান্তের জন্য।’