জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে রেমিটেন্স (প্রবাসী আয়) কমেছে ৯ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার। ফেব্রুয়ারিতে প্রবাসী বাংলাদেশিরা রেমিটেন্স পাঠিয়েছে ১১৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। জানুয়ারি মাসে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রা পরিমাণ ছিল ১২৬ কোটি ৬৬ হাজার মার্কিন ডলার।
সোমবার বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ পরিসংখ্যানে দেখা গেছে, গত ২০১২-১৩ অর্থবছরে প্রবাসীরা মোট ১ হাজার ৪৪৬ কোটি ১১ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। ২০১১-১২ অর্থবছরে যার পরিমাণ ছিল ১ হাজার ২৮৪ কোটি ডলার।
এর পেছনে জনশক্তি রফতানি হ্রাস, প্রবাসী শ্রমিক ফিরে আসা, খোলা বাজারের চেয়ে ব্যাংকে ডলারের বিনিময় হারের পার্থক্য, বিনিয়োগ কমে যাওয়া, হুন্ডি তৎপরতা বৃদ্ধি ইত্যাদি কারন দায়ী বলে চিহ্নিত করছে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টরা।
বর্তমানে ১৫৭টি দেশে ৮৫ লাখের মতো বাংলাদেশি কর্মরত আছে।
এছাড়া বিগত সরকারের সাড়ে চার বছরে প্রায় ২০ লাখ ৪২ হাজার শ্রমিক বিদেশে পাড়ি দিয়েছেন।