যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আজ ২১শে মে '২০১৫ দুপুরে যু্ক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মাননীয় কাউন্সিলর টমাস এ শ্যানন জুনিয়রের সাথে বিএনপি চেয়ারপারসনের সাবেক বৈদেশিক উপদেষ্টা ও বিএনপির বিশেষ দূত জনাব জাহিদ এফ সরদার সাদীর এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য মার্কিন স্টেট ডিপারমেন্টের কাউন্সিলর পদটি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট দ্বারা নিয়োগ প্রাপ্ত এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় অত্যন্ত গুরূত্বপূর্ন একটি পদ।তার দায়ীত্বের মধ্যে রয়েছে মার্কিন জাতীয় স্বার্থ সংশ্লিস্ট বিভিন্ন আইনগত বিষয়সমূহ আভ্যন্তরিন এবং আন্তর্জাতিক ভাবে যথাযথ ভাবে বিশ্লেষন পূর্বক আইনী ব্যবস্থা গ্রহন করা।বিশেষ করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ইমেজের উপর কোনো নেতিবাচক প্রচার-প্রচারনা মোকাবেলা করে থাকে এই দফতরটি।
এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাপি বিস্তৃত কুটনীতি এবং মানবাধিকার সংক্রান্ত নেটওয়ার্ক এর আইন ও সালিশগত বিষয়গুলোও তদারক করে থাকে স্টেট ডিপার্টমেন্টের কাউন্সিলরের দফতর।
বৈঠকে জনাব সাদী বাংলাদেশের বর্তমান অসহনীয় রাজনৈতিক এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে মিঃ শ্যাননের সাথে আলোচনা করেন।তিনি বর্তমান আওয়ামী সরকারের স্বেচ্ছাচারীতা , মানবাধিকার লংঘন ,বিচারবহির্ভূত হত্যাকান্ড ইত্যাদি নিয়ে আলোচনা করেন।সাদী বিগত দিনে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা,তার পূত্র সজীব ওয়াজেদ জয় সহ আওয়ামী সরকারের মন্ত্রী ও নেতৃবৃন্দ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশ সমূহের বিরুদ্ধে যে সকল অশালীন কটুক্তি,নেতিবাচক এবং অবমাননাকর বক্তব্য প্রাকাশ্যে দিয়েছেন তার প্রামান্য দলীল ও ভিডিও হস্তান্তর করেন।
এমনকি মাত্র কয়েক ঘন্টা আগে ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বশস্ত্র বাহিনী বিভাগে ৩ বাহিনী প্রধান ত্রয় এবং সকল উচ্ছ পদস্ত্র সামরিক কর্মকর্তাদের সভায় বক্তৃতা কালে সরাসরি যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে যে কটুক্তি করেছেন,তার টিভি খবরের ফুটেজ সাদী হস্তান্তর করলে মাননীয় কান্সিলর শ্যানন এতে বিক্ষুব্ধ এবং বিরক্ত হয়ে পড়েন।মাননীয় শ্যানন বলেন,মার্কিন যুক্তরাষ্ট্র বরাবর বাংলাদেশের বন্ধু হিসাবে দেশটিকে সাহায্য ও সহযোগিতা করে এসেছে।বাংলাদেশের গনতান্ত্রীক ব্যবস্থা বজায় রাখতে যুক্তরাষ্ট্র সবসময় প্রতিশ্রুতি বদ্ধ।এমতাবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রিয় ভাবে কটুক্তি ও নেতিবাচক প্রচারনা আমেরিকা কখনই বরদাশত করবে না।তিনি এসব প্রমান দলিলাদী পুংখানুপূংখ ভাবে বিচার বিশ্লেষন করে সত্বর যথাযথ ব্যবস্হা নেয়া হবে বলে জানান।
বৈঠকের শেষ পর্যায়ে জনাব সাদী বিএনপি চেয়ার পারসন এবং বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাননীয় কাউন্সিলর টমাস এ শ্যানন জুনিয়রের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।