ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সরকার সমর্থিত ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিজাম-উল আজীমকে।এর আগে নির্বাচিত জনপ্রিয় মেয়র বুলবুলকে খোড়া অজুহাতে বরখাস্ত করে সরকার।এই একই ভাবে সিলেট ও গাজিপুরের মেয়রদের বরখাস্ত করে তাদের জায়গায় নিজেদের লোক বসানোর পায়তারা করছে অবৈধ আওয়ামী লীগ সরকার।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আজাহার আলী সোমবার রাত সোয়া ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি বার্তা এসে পৌঁছেছে।
তিনি জানান, নিজাম-উল আজীমকে ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত ৭ মে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে ১৭টি মামলা রয়েছে। এর মধ্যে চারটি মামলায় সংশ্লিষ্ট তদন্তক কর্মকর্তারা আদালতে চার্জশিট দাখিল করেছেন। এ কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।