DMCA.com Protection Status
title="৭

মাত্র ১৯ দিনে ৫৭ তলা ভবন নির্মাণ!

skyদক্ষিণ চীনের চাংসা শহরের শহরতলীতে নতুন একটি সুউচ্চ ভবন নির্মাণ করা হয়েছে। চীনের সুউচ্চ ভবনগুলোর তুলনায় এই ভবনটি খুব বেশি উচ্চ না হলেও একটি জায়গায় দেশটির সব উচ্চ ভবনগুলোকে টেক্কা দিয়েছে নতুন এই ভবনটি।

৫৭ তলা এই ভবনটি মাত্র ১৯ দিনে নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। প্রায় ২০৪ মিটার উচ্চতার এই ভবনটি সাংহাইয়ে অবস্থিত চীনের সর্বোচ্চ ভবনের উচ্চতার তিনভাগের এক ভাগ থেকেও কম। নান্দনিকতায়ও ভবনটি তেমন নজরকাড়া নয়।

কিন্তু যা বিস্ময়কর তা হল এর নির্মাণ দ্রুততা। ভবনটির প্রতি তিনতলা গড়ে একদিনে নির্মাণ করা হয়েছে। ভবনটির নির্মাতা চীনা উদ্যোক্তা ঝ্যাং ইউয়ি মনে করেন, এটি কেবল শুরু। তার স্বপ্ন অনেক দূর পর্যন্ত বিস্তৃত। বিশ্বের নির্মাণ ঐতিহ্যে বিপ্লব আনতে চান তিনি।

ব্রড গোষ্ঠীর এই প্রতিষ্ঠাতা কোম্পানির হ্যান্ডবুকে বলেছেন, “শিল্পক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, পরিবহনে ও তথ্য জগতে মানুষের বিপ্লবের অভিজ্ঞতা হয়েছে, কিন্তু এখনও ভবন নির্মাণের ক্ষেত্রে বিপ্লবের অভিজ্ঞতা হয়নি।” “এখন এই বিপ্লবও শুরু হল”, বলেন তিনি। কারাখানায় নির্মাণ করা হাজার হাজার স্টিল মডিউল জোড়া লাগিয়ে ছোট একটি আকাশ ছোঁয়া নগরী কয়েকদিনেই নির্মাণ করা সম্ভব হবে বলে দাবি করেছেন তিনি।

ছোট শিশুদের মেকানো খেলনার মতো কারখানায় তৈরি করা ব্লক জোড়া লাগিয়ে ভবন তৈরি করা হবে। ঝ্যাং দাবি করেছেন, এই পদ্ধতিতে ভবন নির্মাণ শুধু দ্রুতই হয় না, একইসঙ্গে এটি নিরাপদ ও সস্তা। এবার তিনি ‘ছোট’ নমুনা ছেড়ে এই পদ্ধতি প্রয়োগ করে বিশ্বের সর্বোচ্চ আকাশচুম্বি ভবন নির্মাণ করার পরিকল্পনা করছেন। পরিকল্পিত এই ভবনের নাম হবে ‘স্কাই সিটি’।

বিশ্বের বর্তমান সর্বোচ্চ ভবন ৮২৮ মিটার উঁচু দুবাইয়ের বুর্জ খলিফা নির্মাণে পাঁচ বছর লেগেছিল। কিন্তু ঝ্যাংয়ের ২২০ তলার খাড়া এই ‘শহরটি’ নির্মাণ করতে লাগবে মাত্র সাত মাস। চারমাস ফাউন্ডেশনে, আর তিনমাস ভবন খাড়া করতে। নির্মাণ শেষে এটি বুর্জ খলিফা থেকে ১০ মিটার বেশি অর্থাৎ ৮৩৮ মিটার উচ্চতার হবে।

Share this post

scroll to top
error: Content is protected !!