DMCA.com Protection Status
title="৭

আবার ভূঁয়া অজুহাতে বঙ্গবীর কাদের সিদ্দিকী, বীর উত্তমের মনোনয়নপত্র বাতিল

bongobir

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ কথিত ঋণখেলাপির` দায়ে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী (বীর উত্তম) ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেছে উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটানিং কর্মকর্তা। উল্লেখ্য ধর্মীয় মুল্যবোধে আঘাতের অভিযোগে কাদের সিদ্দিকীর বড় ভাই আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আবদুল লতীফ সিদ্দিকী তার সংসদ সদস্য পদ হারালে সম্প্রতি এই আসনটি শুন্য হয়। 

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামান তাদের মনোনয়নপত্র বাতিল করেন।

এর আগে সোমবার রাত ৮টার দিকে কাদের সিদ্দিকীকে ঋণখেলাপি উল্লেখ করে উপনির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলামকে ফ্যাক্সযোগে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো।

তাজুল ইসলাম জানান, ওই ফ্যাক্সবার্তায় বলা হয়েছে, অগ্রণী ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী কাদের সিদ্দিকী একজন ঋণখেলাপি। বেশ কয়েক বছর আগে সোনার বাংলা প্রকৌশলী সংস্থা অগ্রণী ব্যাংক থেকে ১০ কোটি টাকা ঋণ নিয়েছিল।

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হওয়ায় এই ঋণের দায়ভার কাদের সিদ্দিকীর উপরই বর্তায়।

Share this post

scroll to top
error: Content is protected !!