দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং সংখ্যালঘুদের অধিকার ব্যাপক ভাবে ক্ষুন্ন হওয়ার বিরুদ্ধে প্রতিবাদের ঢেউ এবার আছড়ে পড়ল বিদেশের মাটি ব্রিটেনেও।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার তিন দিনের ব্রিটেন সফরে গেছেন। ভারতে অসহিষ্ণুতা প্রসঙ্গে ব্রিটিশ গণমাধ্যমের সাংবাদিকরা এদিন কার্যত মোদিকে ‘বেইজ্জতি’ করে ছেড়েছেন।
লন্ডনের রাস্তায় মোদি বিরোধী প্রবল বিক্ষোভও গুরুত্বপূর্ণ তাৎপর্য সৃষ্টি করেছে। বৃহস্পতিবার ডাউনিং স্ট্রিট, ওয়েস্ট মিনিস্টার এলাকায় প্রতিবাদকারীরা মোদি বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভে শামিল হন। প্ল্যাকার্ডে ‘খুনি মোদি এখানে স্বাগত নন’, ‘ভারতে হিন্দু সন্ত্রাস বন্ধ হোক’ প্রভৃতি শ্লোগান লেখা ছিল।
ব্রিটিশ রাজনীতিক জর্জ গ্যালোওয়ের নেতৃত্বে ‘আওয়াজ’ নামে এক সংগঠনের মাধ্যমে প্রতিবাদকারীরা সমবেত হন।
ভারতে অসহিষ্ণুতা নিয়ে মোদির কাছে প্রশ্ন তুলতে ‘পেন ইন্টারন্যাশনাল’ নামে এক সংগঠনের পক্ষ থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরুনকে চিঠি দিয়েছেন খ্যাতনামা দুইশ’ জনের বেশি বিশিষ্ট লেখক।
‘দ্য গার্ডিয়ান’ পত্রিকায় যৌথ বিবৃতি দিয়েছেন অক্সফোর্ড, কেমব্রিজের পাশাপাশি ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট ১৩৯ জন অধ্যাপক এবং গবেষক।