দৈনিক প্রথম বাংলাদেশ প্রতিবেদনঃ ‘যুদ্ধাপরাধীরা লুকিয়ে আছে সমাজের সবখানে, এমনকি আমাদের দল আওয়ামী লীগের মধ্যেও যুদ্ধাপরাধীরা রয়েছে। তাদের চিহ্নিত করতে সামাজিক উদ্যোগ চাই ।’
আজ সোমবার সকালে জামায়াত এর ডাকা হরতাল বিরোধী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের এক সমাবেশে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী এসব কথা বলেন ।
নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে নগর সাংগঠনিক সম্পাদক শফিক আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘যুদ্ধাপরাধীদের সাথে আমাদের সামাজিক সম্পর্ক ত্যাগ করতে হবে। তা না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের উন্নয়নমুখী অগ্রযাত্রায় কাঁটা সৃষ্টি হবে। এই কাঁটা অপসারণ করতে হবে।’
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— জাসদ মহানগরের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, সাম্যবাদী দলের অমুল্য বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, নগর আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল আনোয়ার, সাহাব উদ্দিন আহমদ, সলিম উল্লাহ বাচ্চু, আবদুর রহমান, যুবলীগের ফরিদ মাহমুদ ও হেলাল উদ্দিন।