DMCA.com Protection Status
title="৭

ক্ষুব্ধ অভিভাবকদের মামলার মুখে পড়ছে গুগল

image_115499অভিভাবকদের অনুমতি ছাড়াই শিশু-কিশোরদের আইফোন বা আইপ্যাড থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বা অন্যান্য কেনাকাটার বিরুদ্ধে ক্ষুব্ধ অভিভাবকদের ৩২.৫ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হয়েছে অ্যাপলকে। এবারে একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছে আরেক টেক জায়ান্ট গুগল। তাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট পিসি থেকে অভিভাবকদের অনুমতি ছাড়াই কোনো অ্যাপ্লিকেশন বা গেমের অন্তর্ভুক্ত বিভিন্ন অনুষঙ্গ কিনতে পারে শিশু-কিশোররা। যে কারণে অভিভাবকরা তাদের নিজেদের অগোচরেই অ্যান্ড্রয়েড ডিভাইসের মাধ্যমে শত শত ডলার ব্যয়ের মুখে পড়ছেন।

এ ধরনের পরিস্থিতির মুখে পড়েছেন অনেক অভিভাবকই। আর তাই শেষ পর্যন্ত তারা এ বিষয়ে আইনের আশ্রয় গ্রহণ করেছেন। সম্প্রতি নিউইয়র্কের একজন অভিভাবক অন্যান্য সব অভিভাবকদের পক্ষে দায়ের করেছেন মামলা। তার পাঁচ বছরের সন্তান বিনামূল্যের মারভেল রান জাম্প স্ম্যাশ গেমটি ডাউনলোড করতে গিয়ে ইন-অ্যাপ পারচেজে ৬৬ ডলার খরচ করে ফেলে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই। এটি মূলত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কেনাকাটার পদ্ধতিগত একটি দুর্বলতা। গুগল প্লেস্টোর থেকে কোনোকিছু কিনতে গেলে গ্রাহককে পাসওয়ার্ড প্রদান করতে হয়। একবার পাসওয়ার্ড প্রদান করা হয়ে গেলে ওই গেম বা অ্যাপ্লিকেশনের অন্যান্য অ্যাকসেসরিজ কেনার সুযোগ থাকে পরবর্তী আধাঘণ্টা পর্যন্ত, যে সময়ের মধ্যে পুনরায় পাসওয়ার্ড প্রদানের দরকার হয় না। বিনামূল্যের গেম বা অ্যাপস ডাউনলোডের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকরী থাকে।

সেক্ষেত্রে বিনামূল্যের ডাউনলোডের সময় একবার পাসওয়ার্ড দিয়ে দিলে পরে ওই গেম বা অ্যাপসের পেইড উপকরণগুলো কিনতে আর পাসওয়ার্ড লাগে না আধাঘণ্টা সময় পর্যন্ত। এ ছাড়া শিশু বা কিশোররা কোনোকিছু কিনতে গেলে তার জন্য আলাদা করে অভিভাবকদের সম্মতি গ্রহণের কোনো সুযোগ নেই। ফলে কোনো শিশু কোনোভাবে পাসওয়ার্ড পেয়ে গেলে অভিভাবকদের অগোচরেই প্লেস্টোর থেকে কেনাকাটার সুযোগ নিতে পারে। এই পদ্ধতির পরিবর্তনের দাবি করেন ক্ষুব্ধ অভিভাবকরা। তাদের পক্ষে এই আইনি লড়াইয়ে সহায়তা করছে ল ফার্ম বার্জার অ্যান্ড মন্টেগ। তারাও জানিয়েছে, অনলাইনে কেনাকাটার সময়ে এমন পদ্ধতিই থাকা প্রয়োজন যাতে করে শিশু-কিশোরেরা অভিভাবকদের অনুমতি না নিয়ে কিছু কিনতে না পারে। এ বিষয়ে গুগল'র পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি এখন পর্যন্ত।

 

Share this post

scroll to top
error: Content is protected !!