DMCA.com Protection Status
title="৭

দেশ এখন সুসময় পার করছেঃ সাবেক গনবাহিনী প্রধান হাসানুল হক ইনু

hasanul-haque-inu-2

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  সাবেক গনবাহিনী প্রধান,জাসদ নেতা তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াত জোট গণতন্ত্রের ঘরে বিষধর সাপ। দেশের মানুষ গণতন্ত্রের মুখোশধারী এসব আগুন সন্ত্রাসীদের আর কখনো ক্ষমতায় বসতে দিবে না।

শনিবার দুপুর ফেনীর মিজান ময়দানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএনপি-জামায়াত জোট সন্ত্রাস সৃষ্টি করে দেশের মানুষকে পাখির মতো মারছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের বুদ্ধিজীবীদের একটা অংশ বলে, দেশ এখন দুঃসময় পার করছে। আমি তাদের বলতে চাই দুঃসময় তো তখন ছিল, যখন দেশের মন্ত্রীসভায় রাজাকাররা ছিল, সামরিক জান্তা ক্ষমতায় আদিষ্ট ছিল। বিএনপি-জামায়াত-জেএমবি মিলে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেশকে রসাতলে নিয়ে যাচ্ছিলো। এখন তো সুসময় পার করছে দেশ। স্বাধীনতা বিরোধীদের বিচার হচ্ছে, জঙ্গিদের আস্তানা গুঁড়িয়ে দিচ্ছে সরকার।

জাসদ সর্ম্পকে ইনু বলেন, জাসদ ক্ষমতাকে ভোগের লাইসেন্স মনে করেনা। জাসদ ঐক্যের ভিত্তিতে জাসদীয় নীতি বাস্তবায়ন করে। সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, সন্ত্রাস, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য গড়ে, শ্রমিক-গরীব-কৃষক-নারীর ন্যায্য অধিকার আদায়ে সমাজতন্ত্রের লক্ষ্যে বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রয়াসে কাজ করে যাচ্ছে জাসদ।

মন্ত্রী বলেন, নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোকদের নির্বাচিত করতে হবে। নগরকে আগুন সন্ত্রাস থেকে রক্ষা করার দায়িত্ব সে নগরের নাগরিকদের। মনে রাখতে হবে, বিএনপি-জামায়াত জোট টানা ৯৩ দিন দেশে সন্ত্রাস করেছিল। ওরা পাকিস্তানিদের দোসর।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার সফিউদ্দিন আহমেদ বেলালের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আখতার সম্মেলনের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন- দলের কার্যকরী কমিটির সভাপতি মইনুদ্দিন খান বাদল, কার্যকরী কমিটির যুগ্ম-সম্পাদক মোহাম্মদ খালেদ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান সওকত, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম।

Share this post

scroll to top
error: Content is protected !!