ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্রের ধারাবাহিকতা থাকলে একটি দেশ যে উন্নত হতে পারে, বাংলাদেশ তা প্রমাণ করেছে।
তিনি শুক্রবার গোপালগঞ্জ টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে এক অনুষ্ঠানে একথা বলেন।
হরতাল-অবরোধের নামে মানুষ পুড়িয়ে মারার দায়ে খালেদা জিয়ার বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, মানুষ পুড়িয়ে তিনি সরকার উৎখাত করবেন বলে চেয়েছিলেন। কিন্তু পারলেন না। পরে ঠিকই ব্যর্থতার গ্লানি নিয়ে কোর্টে হাজিরা দিতে গেলেন।
প্রধানমন্ত্রী বলেন,জ্বালাও-পোড়াওয়ের কারণে পৌরসভা নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দেয়নি।
এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে শুক্রবার পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়ায় যান। এরপর সেখানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এর আগে টুঙ্গীপাড়ায় শেখ রাসেল পৌর শিশু পার্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
হাসিনার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, লে. কর্নেল (অব.) ফারুক খান, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ প্রমুখ।
দুপুর আড়াইটা পর্যন্ত বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে নিজ বাসভবনে অবস্থান করেন তিনি। সেখানে মিলাদ মাহফিল, জোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতি করেন। এরপর বিকেল তিনটায় প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়া হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেন।