জনপ্রিয়তা দেখানোর জন্য উপজেলা নির্বাচনে ক্যাডার লেলিয়ে দিয়ে সরকার তাদের বিজয়ী করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তৃতীয় দফা উপজেলা নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের নামে আওয়ামী লীগ জালভোট, ব্যালট বাক্স ছিনতাই করছে।’
শনিবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তখন এ কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের পর ক্ষমতাসীন আওয়ামী লীগ দিশেহারা হয়ে পড়েছে। জনগণের অংশগ্রহণ বিহীন তামাশার নির্বাচনের পর সরকার নিজেদের জনপ্রিয়তা দেখানোর জন্যে উপজেলা নির্বাচনেও নিজেদের প্রার্থীদের জয়ী করতে দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়েছে।’
‘আমরা রাজপথে নামব কেউ আমাদের আটকাতে পারবে না’ উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘জনগণ আওয়ামী লীগকে চায় না। জাতীয় ও উপজেলা নির্বাচনে মানুষ তা প্রমাণ করেছে।’ সারা দেশে জনগণের ওপর সরকারি নির্যাতনের কথা উল্লেখ করে বেগম জিয়া বলেন, ‘দেশের মানুষের প্রতি তাদের কোনো দরদ নেই।’