DMCA.com Protection Status
title="৭

৭০ মামলায় জামিন পেয়েও ছাড়া পেলেননা মাহমুদুর রহমানঃনতুন মামলায় আটক

mr

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  সব মামলা থেকে জামিন পাওয়ার পরও দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে মুক্তি না দিয়ে নতুন করে একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

রবিবার রাতে তাকে রাজধানীর শাহবাগ থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলা নং-৫০/১/২০১৩। এ মামলায় তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। ২২ ফেব্রুয়ারি ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে।

মাহমুদুর রহমানের আইনজীবীরা জানান, ৭০টি মামলায় জামিন পেয়ে তিনি যখন মুক্তির প্রহর গুণছিলেন তখন তার মুক্তি আটকে দিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

২০১৩ সালের এপ্রিল থেকে কারারুদ্ধ আছেন মাহমুদুর রহমান। তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় হাইকোর্টের দেয়া জামিন গতকাল বহাল রাখে আপিল বিভাগ। ফলে তার বিরুদ্ধে ইতোপূর্বে দায়ের করা ৭০টি মামলার সবকটিতে তিনি জামিনে থাকায় সহসাই তিনি মুক্তি পাবেন বলে জানিয়েছিলেন তার আইনজীবীরা।

মাহমুদুর রহমানের আইনজীবীরা জানান, রবিবার তাকে একটি মামলায় আদালতে হাজির করা হলে তিনি জানান যে বর্তমানে তার শারিরীক অবস্থা খুবই খারাপ। তার ওজন ৬০ কেজির নীচে নেমে গেছে। তার চোয়াল অপারেশন জরুরি হয়ে পড়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!