ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আর কয়েক দিন পরই বিএনপির জাতীয় কাউন্সিল। সে উপলক্ষে আজ শুক্রবার থেকে ষষ্ঠবারের মতো অনুষ্ঠেয় এ কাউন্সিলের প্রচারে নামবে বিএনপি। পোস্টার-ফেস্টুনের পাশাপাশি প্রচার চালানো হবে সামাজিক যোগাযোগের মাধ্যমেও।
এর আগে গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে কাউন্সিলের স্লোগান প্রকাশ করে প্রচার কমিটি। উন্মোচন করা হয় কাউন্সিলের লোগোও। জাতীয় স্মৃতিসৌধ ও দলীয় প্রতীক দিয়ে তৈরি করা হয়েছে কাউন্সিলের লোগো।
আর গণতন্ত্র পুনরুদ্ধারকে মূল প্রতিপাদ্য হিসেবে নিয়ে এবারের কাউন্সিল করতে যাচ্ছে দলটি। প্রায় সাত বছর পর হতে যাওয়া কাউন্সিলের স্লোগানও তৈরি করা হয়েছে এ বিষয়টি ঘিরেই।
এবারের স্লোগান ‘দুর্নীতি-দুঃশাসন হবেই শেষ—গণতন্ত্রের বাংলাদেশ’। এ ছাড়া কাউন্সিলের জন্য আলাদা আলাদা স্লোগান তৈরি করেছে বিএনপির ১১টি সহযোগী সংগঠনও।
আর পঞ্চম কাউন্সিলের থিম সংকে এবারো রাখা হচ্ছে থিম সং হিসেবে। এবারের এ কাউন্সিলের মধ্য দিয়ে আন্দোলন উপযোগী কমিটি বের হয়ে আসবে বলে মন্তব্য করেন ব্যবস্থাপনা ও প্রচার উপকমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায়।
গয়েশ্বর বলেন, ‘যিনি যে কাজ করতে পারবেন, তাঁকে সেই দায়িত্বেই আনবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অতীতে যাঁরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন, অবশ্যই তাকে সে দায়িত্ব থেকে অপসারণ করা হবে।
আগামী দিনে আমাদের যে প্রত্যাশা, নিখুঁত গণতন্ত্রের সন্ধানে পথচলা, এ পথচলার সমাপ্তি দেখতে চাই।’