DMCA.com Protection Status
title="৭

রেজাল্ট যা-ই হোক ছাত্রলীগকে চাকরি দিতে হবে

image_82242_0ভালো রেজাল্ট থাক না থাক ছাত্রলীগের কর্মীদের চাকরি দিতে হবে- এমন দাবি তুলেছেন খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক। সোমবার বঙ্গবন্ধুর ৯৪তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় ঢাবি শিক্ষক সমিতির সরকার সমর্থিত নীল দলের  আহ্বায়ক অধ্যাপক আব্দুল আজিজ এ দাবি করেন।

রসায়ন বিভাগের ওই শিক্ষক বলেন, ‘বর্তমান সরকারের সময়ে প্রত্যেক ছাত্রলীগ কর্মীকে চাকরি দিতে হবে। তাদের রেজাল্টের প্রয়োজন নেই। তাদের গায়ে থাকা ক্ষতচিহ্নই তাদের সবচেয়ে বড় যোগ্যতা।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের আয়োজনে ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

আব্দুল আজিজ আরো বলেন, ‘বিভিন্ন কর্মসূচিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমন্ত্রিত অতিথির কাছে বিভিন্ন দাবি করেন। কিন্তু আজ তাদের পক্ষ থেকে আমিই ছাত্রলীগের সব নেতা-কর্মীকে চাকরি দেয়ার দাবি জানাচ্ছি।’ ছাত্রলীগের ‘থার্ডক্লাস’ পাওয়া এক নেতার জন্য তিনি নিজে এক মন্ত্রীর কাছে সুপারিশ করেছিলেন বলেও উল্লেখ করেন।

তবে এই শিক্ষকের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান নূর বলেন, ‘ছাত্রলীগের প্রত্যেকে অবশ্যই চাকরি পাবেন। তবে সেটা তার মেধা, প্রতিভা ও শিক্ষাগত যোগ্যতার জোরে পাবেন, কারও অনুকম্পা বা করুণায় নয়।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ বায়তুল্লাহ কাদেরী, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!