ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ভারতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ’র এজেন্টের সাথে ‘সরকার উৎখাতের বৈঠকের’ অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে চট্রগ্রাম বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে।
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে রোববার সন্ধ্যায় আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে রোববার রাতেই তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়েছে।
রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে পরে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ গোয়েন্দাদের হাতে রয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, তাদের কাছে তথ্য ছিল আসলাম চৌধুরী বিদেশ পালিয়ে যেতে পারেন। এরপরই বিমানবন্দর এবং আশপাশ এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। একই সঙ্গে তথ্য ছিল তিনি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে পালিয়ে যাবেন। সন্ধ্যার দিকে কুড়িল ৩শ’ ফুট রাস্তা এলাকায় একটি গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় গোয়েন্দাদের। তারা দ্রুত ওই গাড়ির কাছেই অবস্থান নেন। এক পর্যায়ে আসলাম চৌধুরী গাড়িতে উঠতে গেলে গোয়েন্দারা তাকে ধরে ফেলেন। গ্রেফতারের পর তাকে গোয়েন্দা হেফাজতে নেয়া হয়েছে।
এর আগে আসলাম চৌধুরীর একান্ত সচিব মঞ্জুরুল ইসলামের বরাত দিয়ে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান।
হাসিনা সরকার অভিযোগ করে,সম্প্রতি বিএনপির এই যুগ্ম মহাসচিব ভারতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে গোপনে বৈঠক করেন। ওই বৈঠকের মূল আলোচনায় ছিল কীভাবে ঢাকায় সরকারকে উৎখাত করা যায়।
অবশ্য বিএনপির পক্ষ থেকে বারংবার কড়া ভাষায় এধরনের কোনো কার্যকলাপের সাথে দলের এবং আসলাম চৌধুরীর সম্পর্ক নেই বলে প্রতিবাদ জানানো হয়।
আজ দুপুরেই আসলাম চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে।
এমনকি তাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছিলেন সিএমপি কমিশনার ইকবাল বাহার।