DMCA.com Protection Status
title="৭

সংসদ সদস্যদের চোর বলার পর ক্ষমা চাইতে বাধ্য হলেন তথ্যমন্ত্রী ইনু

inu copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  জাতীয় সংসদ সদস্যদের (এমপি) গনহারে ‘চোর’ বলার পরদিন সংসদে গিয়ে তোপের মুখে পড়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

প্রবল চাপের মুখে  অনেকটা বাধ্য হয়ে তাকে ক্ষমা প্রার্থনা করতে হলো।

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে টিআর ও কাবিখা প্রকল্প নিয়ে নিজের বিতর্কিত মন্তব্যের বিষয়টি উঠলে ক্ষমা প্রার্থনা করেন তিনি।

প্রসঙ্গত, টিআর ও কাবিখা প্রকল্পে চুরির জন্য এমপিসহ জনপ্রতিনিধি ও আমলাদের দায়ী করে রোববার এক অনুষ্ঠানে বক্তব্য দেন মহাজোটের শরিক জাসদের সভাপতি ও এমপি হাসানুল হক ইনু।

তিনি বলেছিলেন, ‘আমি তো এমপি আমি জানি, টিআর কিভাবে চুরি হয়। সরকার ৩০০ টন দেয়, এরমধ্যে এমপি সাহেব আগে দেড়শ টন চুরি করে নেয়। তারপর অন্যরা ভাগ করে। সব এমপি করে না। তবে এমপিরা করেন।

এই বক্তব্য নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে রাতে তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তথ্যমন্ত্রী ঢালাওভাবে এমপিদের দায়ী করেননি এবং ওই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

এনিয়ে সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকেও দুঃখ প্রকাশ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় তথ্যমন্ত্রীর বক্তব্যে মন্ত্রিসভার সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন।

সন্ধ্যায় সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় বেশ কয়েকজন এমপি তথ্যমন্ত্রীর বক্তব্যের বিষয়টি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তারা তাকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। মাগরিবের নামাজের পর তথ্যমন্ত্রী নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলে এমপিরা তাতে সম্মত না হয়ে ‘নো’ ‘নো’ বলে চিৎকার করে ক্ষমা চাওয়ার দাবি তোলেন।

এরপরই তথ্যমন্ত্রী জাতীয় সংসদে এ বিষয়ে ৩০০ বিধিতে বক্তব্য দেন। সেখানে দুঃখ প্রকাশ করে সকলের কাছে ক্ষমা চান ইনু।

Share this post

scroll to top
error: Content is protected !!