রামপাল বিষয়ে আমার বক্তব্য মিথ্যা প্রমান করুনঃহাসিনাকে খালেদা জিয়ার চ্যালেন্জ
রামপাল বিষয়ে আমার বক্তব্য মিথ্যা প্রমান করুনঃহাসিনাকে খালেদা জিয়ার চ্যালেন্জ
সংবাদটি পড়েছেন:819
ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ভয়াবহতার চিত্র তুলে ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘রামপাল নিয়ে তথ্যভিত্তিক বক্তব্য দেয়ায় প্রধানমন্ত্রীর গায়ে বেশি জ্বালা ধরেছে।
উনাকে (প্রধানমন্ত্রী) বলবো, আমি যে তথ্য দিয়ে বক্তব্য দিয়েছি সেগুলো ভুল নাকি মিথ্যা তা আগে প্রমাণ করুন।’
শনিবার (২৭ আগস্ট) রাত ১০টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মতবিনিময়ের সময় বেগম জিয়া এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রবিরোধী। এরাই রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে। আজকে হয়তো ক্ষমতায় থেকে জবাব দিতে হচ্ছে না, কিন্তু ক্ষমতার বাইরে গেলে এর জন্য জনগণের কাছে জবাব দিতে হবে।’
আওয়ামী লীগ নিজেদের দুর্নীতি, অত্যাচার ও অপকর্ম ঢাকতেই এখন ‘জঙ্গি জঙ্গি জঙ্গি’ খেলা শুরু করেছে বলেও মন্তব্য করেন খালেদা জিয়া।
বেগম জিয়া বলেন, ‘এসব জঙ্গিবাদী তৎপরতার কোনোটারই সঠিক তদন্ত হচ্ছে না। এখন পর্যন্ত কোনো জীবিত জঙ্গিকে ধরা হয়নি কেন? এটা সরকারের অপকর্ম ও অশুভ উদ্দেশ্যরই প্রতিফলন।’