DMCA.com Protection Status
title="৭

হোলি আর রাজনীতির রঙে মুখরিত ভারতের আকাশ বাতাস

017501377_30300-620x385 এপ্রিল মাসেই ভোট৷ রাজনৈতিক দলগুলি রংয়ের উৎসব হোলিকেও রাজনৈতিক রং দিতে তৎপর, জনসংযোগের এই মোক্ষম সুযোগকে হাতছাড়া করতে নারাজ৷ যদিও ভোট ময়দানে গৈরিক রংয়ের উজ্জ্বলতাই চোখে পড়ছে বেশি৷ ভারতের আকাশ বাতাস মুখরিত হোলি হ্যায়”-এর মিলিত কণ্ঠস্বরে৷ কাশ্মীর থেকে কন্যাকুমারি, গুজরাট থেকে অরুণাচল প্রদেশ – সর্বত্রই একই আবহ৷ তবে উত্তর ও পশ্চিম ভারতের বারাণসী, বৃন্দাবন, উজ্জয়িনী, আহমেদাবাদ এবং মুম্বই-এ তো কথাই নেই৷ রং, রং আর রং৷ আবির, গুলালে মাখামাখি৷ ওদিকে সপ্তাহ তিনেক পরেই ভারতে ২০১৪ সালের সাধারণ নির্বাচন৷ গোটা দেশ যেন ডুবে গেছে নির্বাচনি রংয়ে৷ তাই ভোটের মুখে হিন্দুদের এই রংয়ের উৎসবকে জনসংযোগের এক বড় মাধ্যম হিসেবে কাজে লাগাবার সুযোগকে হাতছাড়া করতে রাজি নয় কোনো রাজনৈতিক দলই৷ হোলির মিলন উৎসবের সঙ্গে ভোটারদের সম্পৃক্ত করতে ভোট প্রার্থীরা নিজ নিজ কেন্দ্রে গত দু’দিন ধরে ব্যস্ত৷ মথুরা-বৃন্দাবনে স্বেচ্ছাসেবি সংস্থাগুলি, স্থানীয় পঞ্চায়েত এবং অন্যান্য জনগোষ্ঠী ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবনে মিলন উৎসবের আয়োজন করে এ বছর বেশি ধুমধাম করে৷ ভোট প্রার্থীরা ভোটভিক্ষার আবেদন জানিয়ে স্থানীয় মিডিয়াগুলিতে নিজ নিজ দলের বিজ্ঞাপন দেন৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানান তামাম ভোটারদের৷ শুধু তাই নয়৷ আগ্রা পুরসভা-আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দলের স্টল দেবার ব্যবস্থা করা হয়৷ এর মাধ্যমে সব দলের রাজনীতিকরা সর্বস্তরের জনসাধারণের সঙ্গে অবাধ মেলামেশা এবং নিজেদের বক্তব্য রাখার সুযোগ নেন৷ডিডব্লিউ

Share this post

scroll to top
error: Content is protected !!