DMCA.com Protection Status
title="৭

বি’বাড়িয়ায় হিন্দুদের উপর হামলার অভিযোগে ৩ আওয়ামী লীগ নেতা বহিষ্কার

nasirnagar_al_hindu_a1-696x348-copy

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ব্রাম্মনবাড়িয়া জেলার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর তাণ্ডব-আক্রমনের ঘটনায় উস্কানি দেয়ার এবং সক্রিয়ভাবে অংশ নেয়ার অভিযোগে হাসিনা সরকারের মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের ঘনিষ্ঠ তিন আওয়ামী লীগ নেতাকে সাময়িক বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।

বহিষ্কারকৃতরা হলেন- নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল হাশেম, চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজি সুরুজ আলী এবং হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফারুক মিয়া।

শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বহিষ্কারের বিষয়টি স্বীকার করেছেন।

প্রসঙ্গত, ফেসবুকে পবিত্র কাবা শরীফের উপর হিন্দু দেবতা শিবের ছবি সম্বলিত পোস্ট দয়ার পর  ইসলাম অবমাননার অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে অপর্কিতে ১৫টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের দেড় শতাধিক ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালানো হয়।

উক্ত তান্ডব চলার সময় স্থানীয় পুলিশ সম্পূর্ন নিষ্ক্রিয় ছিলো এবং শত অনুরোধ সত্বেও এসব ক্ষতিগস্থদের সাহায্যে এগিয়ে আসেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

ওই ঘটনায় স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতাকর্মীর সরাসরি ‘সম্পৃক্ততা’ ছিল এমন অভিযোগের পর এই বহিষ্কারের ঘটনা ঘটলো।

Share this post

scroll to top
error: Content is protected !!