ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ নিজের ৩৫ বছরের কূটনীতিক জীবনে বাংলাদেশের মতো ‘জটিল’ রাজনৈতিক পরিস্থিতি কোথাও কখনও দেখেননি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।
বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এমনই মন্তব্য করেন তিনি।
বার্নিকাট বলেন, "আমার ৩৫ বছরের কূটনৈতিক জীবনে আমি কখনোই বাংলাদেশে মতো জটিল রাজনৈতিক পরিস্থিতি দেখিনি।" এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আমরা সব সময় আলোচনা করি, এটা চলমান রয়েছে।
সদ্য গঠিত নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হিসেবে আমরা সবসময় চাই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রীর সঙ্গে বৈঠকে সদ্য গঠিত 'নির্বাচন কমিশন' এবং পরবর্তি নির্বাচন প্রসঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান বার্নিকাট।