পৃথিবীর মাত্র ৮৫ জন ধনকুবেরের হাতে যে সম্পদ আছে তা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক বা ৩৫০ কোটি লোকের মোট সম্পদের সমান। খবর বিবিসির।
এ হিসাব সিএনএন কিংবা ওয়াশিংটন পোস্ট আগে প্রকাশ করলেও এবার ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফামও একই কথা বলছে। অক্সফামের রিপোর্ট নিয়ে বেশ আলোচনা হয়।
সমপ্রতি ব্রিটেনের জন্য আলাদা একটি প্রতিবেদন তৈরি করেছে অক্সফাম। এতে বলা হয়, ব্রিটেনের সবচেয়ে ধনকুবের ৫ ব্যক্তির মোট সম্পদ দেশটির দরিদ্র ২০ ভাগ লোকের মোট সম্পদের চেয়েও বেশি। কিন্তু কিভাবে এই হিসাবটি করা হয়? অক্সফাম জিবির প্রধান গবেষক রিকার্ডো ফুয়েন্টেস-নিভা বলেন, ক্রেডিট সুইজ ব্যাংকের ২০১৩ সালের গ্লোবাল ওয়েলথ রিপোর্ট বা বৈশ্বিক সম্পদ বিবরণী থেকে তারা এমন তথ্য পেয়েছেন। ওই রিপোর্টে বলা হয়েছে, পৃথিবীর সবচেয়ে গরীব বা মোট জনসংখ্যার অর্ধেকের হাতে আছে বিশ্বের মোট সম্পদের মাত্র ১ ভাগেরও কম বা ১ লাখ ৭০ হাজার কোটি (১.৭ ট্রিলিয়ন) মার্কিন ডলার। তিনি জানান, অন্যদিকে ফোর্বস সাময়িকীর ধনীদের সম্পদ ধরে তারা যোগ করতে শুরু করেন যতক্ষণ না ১ লাখ ৭০ হাজার কোটি ডলার হয়। এতে দেখা গেছে, পৃথিবীর সেরা ধনী মাত্র ৮৫ জনের রয়েছে এই পরিমাণ সম্পদ। তবে ক্রেডিট সুইজের এই রিপোটটির্র প্রণেতা ড. অ্যান্থনি শরোকস বলেন, 'কম সম্পদ থাকলেই বলা যায় যে আপনি গরীব। সম্পদের দিক থেকে পশ্চিমা দেশগুলোতে নীচের ৫০ শতাংশের মধ্যে যারা রয়েছেন তাদের গরীব বলা ঠিক হবে না। তিনি আরও চমকপ্রদ যে তথ্য দেন তা হলো, এই সেরা ধনী ৮৫ জন যদি তাদের সব সম্পদ গরিব ৩৫০ কোটি লোককে দিয়ে দেন তবে তাদের ভাগ্যের খুব পরিবর্তন হবে না। এতে তাদের সম্পদ বাড়বে মাত্র ৫০০ ডলারের মতো।