সব বাধা ঠেলে অবশেষে সুপার টেনে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। গ্রুপের সবচেয়ে দুর্বল দলের সঙ্গে প্রথম ইনিংসে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যাওয়ার পর একটি বাধার সামনে পড়ে টাইগাররা।
আর তা হলো প্রতিপক্ষ হংকং যদি ১৩ দশমিক ১ ওভারের মধ্যে জয় পায় তবে টাইগারদের হটিয়ে চূড়ান্ত পর্বে চলে যেতো নেপাল।
কারণ দুই ম্যাচ জিতে ৪ (+২.৬৮৬) পয়েন্ট নিয়ে বাংলাদেশ শীর্ষে থাকলেও হংকংয়ের সঙ্গে ব্যাটিং বিপর্যয়ে হোঁচট খায় তারা। বৃহস্পতিবার চট্টগ্রামে বিশ্বকাপের ‘এ’ গ্রুপের প্রথম খেলায় আফগানিস্তানকে ৯ উইকেটে হারায় নেপাল। তিন ম্যাচ খেলে দুই ম্যাচে জয় নিয়ে নেপালের পয়েন্টও ৪ (+০.৯৩৩)।