মালয়েশীয় নিখোঁজ বিমান নিয়ে সারা বিশ্বে তোলপাড়, ঠিক এ সময় মাঝ আকাশে বিমান নিয়ে হোলি খেলায় মেতে উঠেন স্পাইসজেটের পাইলটরা। আর এ কারণে চাকরি হারান বিমানের দুই পাইলট।
গত সোমবার হোলির দিন গোয়া থেকে বেঙ্গালুরু যাচ্ছিল বিমানটি। মাঝ আকাশে স্পাইসজেটের ক্রুরা নাচ-গানে একসময় মেতে উঠেন। এতে সঙ্গ দেন যাত্রীরাও। এমনকি এতে ক্যামেরা বন্দি হতে ককপিট ছেড়ে ব্যস্ত ছিলেন বিমানচালকরাও।
এমন ঘটনা প্রকাশ্যে আসার পরই স্পাইসজেটকে শোকজ করে ডায়রেক্টরেট অফ সিভিল অ্যাভিয়েশান (ডিজিসিএ)। সেই নোটিশে তাদের লাইসেন্স কেন বাতিল করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। এই সঙ্গে ডিজিসিএ’র নির্দেশে দুই চালককেও বরখাস্ত করে স্পাইসজেট কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে স্পাইসজেট কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় ক্রুদের কোনো দোষ নেই। কারণ তাদের পারফরমেন্সের অনুমতি দেয়া হয়েছিল। সাধারণত বিমানে ৪ জন ক্রু থাকলেও ওইদিন দেয়া হয়েছিল ৬ জন। অতিরিক্ত ওই ২ ক্রু সদস্যই পারফর্ম করে।