যে কোনো নির্বাচনে কেন্দ্রের নির্দেশ অমান্য করে বিদ্রোহী হওয়া অন্য রাজনৈতিক দলগুলোর জন্য সাধারণ ঘটনা হলেও জামায়াতে ইসলামীর ক্ষেত্রে এটা একেবারেই বিরল। কিন্তু উপজেলা নির্বাচনকে ঘিরে এই বিরল ঘটনাটিই ঘটলো পাবনায়।
বেড়া উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে কাজ করার জন্য স্থানীয় জামায়াতকে নির্দেশ দেন জেলা আমির। কিন্তু নির্দেশ অমান্য করে নেতাকর্মীরা গণপদত্যাগ শুরু করেছেন। শুক্রবার সন্ধ্যায় জরুরি রোকন বৈঠকে বেড়া উপজেলা, পৌর ও ইউনিয়ন আমিরসহ ১৮৬ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, সম্প্রতি জেলা আমির মাওলানা জহুরুল ইসলাম বেড়া উপজেলা নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আব্দুল বাসেতকে সরে দাঁড়াতে নির্দেশ দিয়ে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করতে বলেন। এতে ওই উপজেলার জামায়াত নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করেন। পরে জেলা আমিরের এ নির্দেশের প্রতিবাদে রাতেই গণপদত্যাগ শুরু করেন তারা।
বিষয়টি বেড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমান নিশ্চিত করেছেন।
তবে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম মুঠোফোনে বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘আমি এ সম্পর্কে কিছুই জানি না।’