DMCA.com Protection Status
title="৭

এভাবে সরিয়ে দেওয়া, মানুষ হিসেবে একটু খারাপ তো লাগে : তারানা হালিম।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  গতকাল নতুন তিনজনকে মন্ত্রী ও একজনকে প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ করানোর পর আজ বুধবার মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করেছেন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ও সাবেক অভিনেত্রী তারানা হালিমকে তার দায়িত্ব থেকে সরিয়ে তথ্য প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া নিয়ে তারানা হালিম বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাজ শেষ করে এনেছি। স্যাটেলাইট বিষয়ে মানুষের কোনো ধারণা ছিল না, থাকলেও ভ্রান্ত ধারণা ছিল। আমি সেই ধারণা সৃষ্টি করেছি এবং ভ্রান্ত ধারণা পাল্টে দিয়েছি। এরকম পরিস্থিতিতে আমাকে সরিয়ে দেওয়াটা মানুষ হিসেবে একটু খারাপ লেগেছে। আমি তো ফেরেশতা নই, অন্য কিছুও নই; মানুষ। রক্তে-মাংসে গড়া।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী থেকে তথ্য প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার পর বুধবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারানা হালিম এসব কথা বলেন।

তিনি প্রশ্ন করেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ আমার হাতে সম্পন্ন করা জিনিসগুলো যখন প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কেউ উদ্বোধন করবেন, সেটি যখন আমি দেখব, আমার লাগাটা কি স্বাভাবিক নয়?’

নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব বিষয়ে তিনি বলেন, ‘সামনের পথ কী হবে, আমি জানি না। এ নিয়ে আমি কিছু ভাবিনি, পরিকল্পনাও করিনি। গত দুই বছর সততার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন, তা পালন করেছি। প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল করার চেষ্টা করেছি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, ‘তারপরও আমি কৃতজ্ঞ আমাদের নেত্রী শেখ হাসিনার ওপর। তিনি আমাকে দু’বার এমপি বানিয়েছেন, প্রতিমন্ত্রী বানিয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে তার সেই বিশ্বাস এবং আশ্বাস রাখার চেষ্টা করেছি। তবে নতুন যে দায়িত্ব সেখানে আমার কী কাজ হবে, তা আমি জানি না। এ নিয়ে আমি কোনো পরিকল্পনাও করিনি।’

Share this post

scroll to top
error: Content is protected !!