DMCA.com Protection Status
title="৭

৭১ এ ভারত বাংলাদেশ দখল না করা ছিল ঐতিহাসিক ভূলঃবিজেপি নেতা শিলাদিত্য

 

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে  ভারতের আসাম রাজ্যের বিজেপি নেতা ও রাজ্যসভার এমএলএ শিলাদিত্য দেব বাংলাদেশকে নিয়ে চরম ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন।

তিনি সম্প্রতি স্থানীয় একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘বাংলাদেশ সৃষ্টি করাই ছিল একটি বিরাট ভুল। বিগত দশকগুলোতে আসামে মুসলমানদের যে আগমন ঘটেছে তা এই ভুলের কারণেই হয়েছে।’

শিলাদিত্য আরও বলেন, ‘৭১ সালে যখন তৎকালীন পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে (ভারতের) প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভুল করেছিলেন। নতুন জন্ম নেয়া বাংলাদেশকে ভারতের অংশ হিসেবে দখল করে নেয়নি কংগ্রেস সরকার। যদি তখন এটিকে ভারতের অংশ করে নেয়া হতো তাহলে ভুলের মাশুলটা আদায় হতো।’

টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, এমন বক্তব্যের পর পত্রিকাটির পক্ষ থেকে শিলাদিত্যের সাথে যোগাযোগ করা হয়। তখনও তিনি তার বক্তব্যে অটল থেকে বলেছেন, এই রাজ্যের (আসাম) জনসংখ্যার চিত্র বদলে যাবার পেছনে মূলত বৈরী প্রতিবেশি দেশটি থেকে মুসলিমদের আগমনই দায়ী।’

তবে এধরনের ধৃষ্টতাপুর্ন মন্তব্যের পরও বাংলাদেশের অবৈধ হাসিনা সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিবাদ কিংবা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Share this post

scroll to top
error: Content is protected !!