DMCA.com Protection Status
title=""

বদির বিরুদ্ধে বহু অভিযোগ আছে,কিন্তু সাক্ষ্য প্রমাণ নাই: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সারাদেশে অবৈধ হাসিনা সরকারের তথাকথিত মাদকবিরোধী অভিযান চলছে। প্রতিদিনই দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক(???) ব্যবসায়ীদের নিহতের খবর আসছে।

তবে মাদক ব্যবসায় ব্যপকভাবে জড়িত থাকার অভিযোগ থাকার পরও কক্সবাজার-৪, টেকনাফ-উখিয়া আসনের আওয়ামী এমপি আবদুর রহমান বদির বিরুদ্ধে কোনও ব্যবস্থা এখনও কেন নেওয়া হচ্ছে না- এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের বলেন, ‘সংসদ সদস্য বদির বিরুদ্ধে বহু অভিযোগ আমাদের কাছে আছে। আমরা সেই অভিযোগগুলো সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। বদিসহ অন্য মাদক ব্যবসায়ীদের বিষয়ে আপনাদের কাছেও কোনও তথ্য থাকলে আমাদের দিন। বদির বিরুদ্ধে অভিযোগ আছে,কিন্তু কোনো তথ্য-প্রমাণ নাই।’

মঙ্গলবার (২২ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘দেশে কোনও ক্রসফায়ার হচ্ছে না, যা হচ্ছে বন্দুকযুদ্ধ।’ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে পুলিশ সামনের দিকে এগোচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য এর আগে সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, র‍্যাব, পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাদকপাচারকারীদের তালিকায় এমপি বদি সামনের সারিতে আছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ যাবত দুই হাজারের বেশি মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচার করে জেল দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, পুলিশ, র‍্যাব, সাংবাদিক যারাই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকবে তাদের কোনো ছাড় দেয়া হবে না।’

Share this post

scroll to top
error: Content is protected !!