ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ইতিহাস সৃষ্টি করে দ্বিতীয় রাউন্ডে স্পেনের মত শক্তিশালী দলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে স্বাগতিক রাশিয়া। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর এই প্রথম বিশ্বকাপের কোয়ার্টারে উঠলো রাশানরা। অন্যদিকে, দ্বিতীয় রাউন্ডে ডেনমার্ককে হারিয়ে কোয়ার্টারে উঠেছে ক্রোয়েশিয়া।
রাশিয়ার সামনে এবার প্রথমবারেরমত সেমিফাইনালে ওঠার সুযোগ। অন্যদিকে ক্রোয়েশিয়ার সামনে ১৯৯৮ সালের পর এই প্রথম সেমিতে ওঠার সুযোগ। কে কাকে ছাড়িয়ে যাবে? কে জিতবে এই কোয়ার্টার ফাইনাল! শোচির ফিশ্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১২টায় সেমিতে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্বাগতিক রাশিয়া এবং ক্রোয়েশিয়া।