দৈনিক প্রথম বাংলাদেশ এক্সক্লুসিভঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা কেভিন স্টিল পদত্যাগ করেছেন। এর পেছনে স্বাস্থ্যগত কারণ দেখিয়েছেন তিনি। বিমান সূত্র জানায়, কেভিন স্টিল যক্ষ্মা রোগে আক্রান্ত। বিষয়টি গোপন করেই তিনি বিমানের এমডি পদে আবেদন করেন।
এ বিষয়ে জানতে চাইলে কেভিন জানান, যক্ষ্মা রোগের কারণেই আমাকে বিমানের এমডি পদ থেকে পদত্যাগ করতে হয়েছে। তাছাড়া আমার স্ট্রোকও হয়েছিল। ফলে চিকিত্সক বিশ্রামে থাকতে বলেছেন। কিন্তু বিমানের চাকরির ফলে বিশ্রাম নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে এই পদত্যাগের সিদ্ধান্ত।দেশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু অভিজ্ঞ যোগ্য লোক থাকার পরও কেন বিপুল বেতন বিদেশী এমডি নিয়োগ করতে হবে এবং বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে এদেশে নবাগত একজন বিদেশী শীর্ষ কর্মকর্তা কতটুকু কার্যকর ভাবে দ্বায়িত্ব পালনে সক্ষম হবেন এব্যাপারে সন্দেহের যথেস্ট অবকাশ রয়েছে।
কেভিন স্টিল গত বছরের ১৮ মার্চ প্রথম বিদেশি ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে বিমানে যোগ দেন। তিনি দুই বছরের মধ্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন। তবে ঘোষণার প্রথম বছরেই ২১৪ কোটি টাকা লোকসান দেয় বিমান।
গুরূত্বপূর্ন তথ্য গোপন করায় বিমানের সঙ্গে জনাব কেভিনের চাকরীর চুক্তির শর্তাবলী ভঙ্গের কারনে তার কোন জরিমানা হবে কিনা এব্যাপারে বিস্তারিত জানাতে অস্বিকৃতি জানিয়েছে বিমানসূত্র টি।
রাঙা প্রভাত ঢাকায় : বিমানের চতুর্থ বোয়িং ৭৭৭-৩০০ ইআর ‘রাঙা প্রভাত’ গতকাল দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছেছে। আগামী বছরের শেষের দিকে বিমানের বহরে যুক্ত হবে আরও দুটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ। এর আগে উড়োজাহাজটি আনতে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, এয়ারলাইন্সের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল, পরিচালনা পর্ষদ সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন আহমেদসহ বিশাল একটি বহর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। রোববার উড়োজাহাজের সঙ্গে তারাও ঢাকায় পৌঁছেছেন।