ঘরের মাঠে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেন উঠতে পেরেই যেন টাইগারদের স্বপ্নপূরণ হয়ে গেছে। বিশ্বকাপের চূড়ান্ত পর্বের লড়াইয়ে হারানোর কিছুই নেই, কেবল প্রাপ্তির আশা। টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে মাঠে নামার আগে এমন কথাই বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
প্রথম রাউন্ডে দুই ম্যাচ ভালো করলেও হংকংয়ের কাছে হারের পর সমালোচনার ঝড় উঠে মুশফিরদের পারফরম্যান্স নিয়ে। তবে সে যাই হোক, বাছাইপর্বে রান রেটে সুপার টেনে টিকিট পাওয়া দারুণ খুশি বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। এবার চূড়ান্ত পর্বে মশফিকরা ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা চার ক্রিকেট শক্তির বিপক্ষে ভালো কিছু করবে। শুধু তাই নয়, টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলেই টাইগারা জিতবে এমন প্রত্যাশা ক্রিকেট ভক্তদের।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মুখোমুখি হবে স্বাগতিকরা। তার আগে সোমবার মিরপুরে কঠোর অনুশীলন করেছে সাকিববাহিনী। অনুশীলন শেষে টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম বলেন,‘ঘরের মাঠে বিশ্বকাপে আমাদের প্রথম টার্গেট পূরণ হয়েছে। এবার চূড়ান্ত পর্বের লড়াই হবে। এ পর্বে আমাদের হারাবার কিছুই নেই বরং পাওয়ার আছে। শক্তিশালী দলগুলোর বিপক্ষে আমরা কোন প্রকার চাপ ছাড়াই মাঠে নামতে পারবো এবং ভালো করবো।’
নিজেদেরে প্রতিপক্ষ দলগুলোকে নিয়ে মুশফিক বলেন,‘আমাদের প্রতিপক্ষ দলগুলো যতোই শক্তিশালী হোক না কেন- এটা টি-টোয়েন্টি ক্রিকেট, এখানে কেউ নিশ্চিত করে বলতে পারবে না কারা জিতবে। তাই নিজের মাঠে আমাদের সেরা ক্রিকেট খেলতেই মাঠে নামবো আমরা। ভালো ক্রিকেট খেলতে পারলে অবশ্যই আমরা জিততে পারবো।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে নিজেদের আত্মবিশ্বাস নিয়ে মুশফিক বলেন,‘শুধু ওয়েস্ট ইন্ডিজ নয়, এ পর্বে আমাদের চারটি ম্যাচ রয়েছে সবগুলো ম্যাচেই আমরা ভালো করার চেষ্টা করবো। সবাই নিজেদের সেরা ক্রিকেট খেলতেই প্রস্তুত। আমাদের জয়ের ব্যপারে আত্মবিশ্বাস তো আছে। কারণ আমরা কোন চাপ নিয়ে খেলবো না। আমাদের প্রতিপক্ষ দলগুলো আমাদের বিপক্ষে খেলতে নেমে চাপে থাকবে।’
দল ও টার্গেট নিয়ে মুশফিক বলেন,‘এখনও সিদ্ধান্ত হয়নি কাল কারা মাঠে নামবে। তবে আমরা সেরা ১১জন নিয়েই মাঠে নামবো। আর নিজের মাঠে অবশ্যই ভালো কিছু করার টার্গেট আছে। তবে এখনই কছু বলতে চাই না। মাঠেই প্রমাণ করতে চাই।’
নিজের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে স্পিনে ঘায়েল করতে করার টার্গেটও রয়েছে স্বাগতিকদের। কারণ এর আগে ওয়েন্ট ইন্ডিজ সর্বশেষ বাংলাদেশে সফরে এসে টাইগার স্পিনারদের বিপক্ষে সুবিধা করতে পারেনি ক্রিস গেইলরা। গেইলকে নিয়ে মুশফিক বলেন,‘ওয়েস্ট ইন্ডিস স্পিন বলে ভালো করতে পারে না। তাই আমরা স্পিনেই তাদের ঘায়েল করতে চাই। বিশেষ করে সোহাগ গাজীর অনেক ভালো বল করে ওদের বিপক্ষে। রুবেল না থাকায় জিয়াকে মাঠে নামাবো। কারণ জিয়া বোলিং ও ফিল্ডিংয়ে ভালো ফর্মে রয়েছে।’
এছাড়া দলের পরিকল্পনা নিয়ে তিনি বলেন,‘আমরা ২০০শত ভাগ দিয়েই খেলার চেষ্টা করবো। শুধু তাই নয় দলের টপ অর্ডারে যারা রয়েছে তাদেরই ভালো করতে হবে। বাকিদের ওপর নির্ভর করব না। কারণ আমাদের মিডল অর্ডার বেশ কিছু দিন ধরে ভালো করতে পারছে না। তারপর ও ৬ ও ৭ নম্বর ব্যাটসম্যান নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। জিয়া এসেছে ও ব্যাটিংয়েও ভালো করবে।’
শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭৮ রানের লজ্জাজনক পরাজয় বরন করেছে বাংলাদেশ।