রাজনীতির পাশাপাশি দেশীয় সংস্কৃতি ধরে রাখার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী দল বিএনপি। সেখানে সাড়ে ৬টায় পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দর্শকের আসনে বসে দলের নেতাদের বক্তব্য শোনেন তিনি এবং উপভোগ করেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাসাস। অনুষ্ঠান শেষে রাত ৮টার দিকে আয়োজকদের অনুরোধে মঞ্চে উঠে একথা বলেন খালেদা জিয়া।
একটি সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ার জন্য আয়োজক শিল্পী ও কলাকুশলিদের ধন্যবাদ জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘শুধু রাজনৈতিক দল নয় রাজনীতির পাশাপাশি সংস্কৃতিকে ধরে রাখতে হবে এবং দেশীয় সংস্কৃতিকে শক্তিশালী ও জোরদার করতে হবে। তবেই অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব টিকে থাকবে।’
জাসাসের এই কার্যক্রম ও যাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আয়োজকদের মধ্যে দলের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, জাসাস সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান, জাসাস নেতা আশরাফুদ্দিন খান উজ্জ্বল, বাবুল আহমেদ, সালাউদ্দিন ভূঁইয়া শিশির, সামসুদ্দিন দিদার, জাকির হোসেন রোকন, মাকসুদুর রহমান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।