DMCA.com Protection Status
title="৭

নারায়ণগঞ্জে ভেসে উঠলো ২১টি গরু

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় ২১টি গরু মৃত অবস্থায় ভেসে উঠেছে। এখনও নিখোঁজ রয়েছে আরও ৫টি গরু। একই সময়ে দুর্ঘটনাকবলিত ট্রলারটিও উদ্ধার করা হয়েছে। রোববার ফতুল্লা লঞ্চ ঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এসব গরু ভেসে উঠে।

জানা গেছে, টাঙ্গাইল থেকে ৩১টি গরু নিয়ে সিরাজ ব্যাপারী ফতুল্লার ডিআইটি মাঠে অস্থায়ী পশুর হাটের জন্য আসছিল। শনিবার সন্ধ্যা ৭টায় ট্রলারটি ফতুল্লা লঞ্চঘাটের সামনে আসলে এমভি ধুলিয়া-১ নামে লঞ্চের ধাক্কায় গরু বোঝাই ট্রলারটি ডুবে যায়। এসময় ৫টি গরু স্থানীয় লোকজন উদ্ধার করলেও বাকি ২৬টি নিখোঁজ ছিল। এর মধ্যে ২১টি রোববার সকাল থেকে ভেসে উঠতে থাকে।

ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি এসএম মঞ্জুর কাদের জানান, ডুবে যাওয়া ট্রলারটি ঘটনাস্থল থেকে কয়েকশ গজ দূরে রোববার দুপুরে গরুসহ ভেসে উঠলে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ তা উদ্ধার করে তীরে নিয়ে আসে। ভেসে উঠা ট্রলারে ২১টি মৃত গরু বাঁধা অবস্থায় পাওয়া যায়।

ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ীদের দাবি, আরও গরু নিখোঁজ রয়েছে। তাদের এই গরুর মূল্য প্রায় ৩০ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত গরু ব্যবসায়ীরা এ দুর্ঘটনার জন্য দায়ী লঞ্চ এম ভি ধুলিয়া-১ এর মালিকের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন।

ওসি মঞ্জুর কাদের আরও জানান, বুড়িগঙ্গার জলসীমা কেরানীগঞ্জ থানার আওতাধীন হওয়ায় এই ঘটনার মামলাটিও কেরানীগঞ্জ থানায় করা হয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!