ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় নাশকতার অভিযোগে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি খন্দকার মনিরুল ইসলামসহ ৪৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৭০ জনকে আসামি করে ১১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার রাতে ফতুল্লা মডেল থানা পুলিশের এসআই মো. শফিউল আলম বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় দুইজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন হাজী আ. কাদের ও ইসমাইল হোসেন। তাদের কাছ থেকে ৫টি ককটেল, ১৮টি লোহার রড ও ১৯টি বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, শনিবার ফতুল্লা থানার জামতলা ঈদগাহ মাঠের পশ্চিম পাশে রাস্তার ওপর ১০০-১২০ জন নেতাকর্মী বিভিন্ন ধরনের অস্ত্রসস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর জন্য জড়ো হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি মঞ্জুর কাদের বলেন, এ মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চালানো হবে।