DMCA.com Protection Status
title="৭

যাদের কাছে দু’জন প্রার্থীও নাই, তারা ১৫০ জন প্রার্থী চায় কি করেঃকর্নেল অলি আহমেদ,বীর বিক্রম।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  যাদের কাছে দু’জন প্রার্থীও নাই, তারাও সংসদ নির্বাচনে ১৫০ জন প্রার্থী চায়। এইভাবে রাজনীতি হয় না বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ডেমক্রেটিক পার্টির সভাপতি ড. কর্নেল অলি আহমেদ.বীর বিক্রম।

রাজধানীর তেজগাঁ এর বিএফডিসি এলাকার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীর এলডিপিতে যোগদান অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে ড. কর্নেল অলি আহমদ বলেন, জাতীর একটি ক্রান্তি লঘ্ন চলছে, সমগ্র দেশে উৎকন্ঠা, আতংক এবং অনিশ্চয়তা বিরাজ করছে। কেউ জানে না আগামী দিনে কি হতে যাচ্ছে। সকলের মনে একটাই প্রশ্ন আদৌ নির্বাচন হবে কিনা? আর যদি নির্বাচন হয় সেই নির্বাচনে আমরা ভোট দিতে পারবো কিনা? জাতি, সরকার এবং আমরা যারা বিরোধী দলে আছি আমাদের সামনে অনেক গুলি চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ গুলি ঐক্যবদ্ধ ভাবে আলাপ আলোচনার মাধ্যমে মোকাবেলা না করি তাহলে রক্তপাত এরানো যাবে না।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমি অনুরোধ করবো  শেখ হাসিনাকে, দেশ ও দেশের মানুষের কথা কথা চিন্তা করে, বিদেশীদের কথা না ভেবে দেশের মানুষের যেটা ভালো হবে, আলাপ আলোচনার মাধ্যমে সেটা সুরহা করতে হবে।

অলি আহমেদ বলেন, বিএনপির প্রতি বড় আশা আমরা ঐক্যে আছি, বিএনপি হল সবচেয়ে বড় রাজনৈতিক দল তারা ড. কামাল হোসেন, ডা. বি চৌধুরীর সাথে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমরা আমাদের পক্ষ থেকে শুভকামনা করি। প্রথম থেকেই বলে আসছিলাম সময় অনেক কম। সময় অনেক কঠিন, এই কঠিন সময়ের মধ্যে ভাগাভাগিটা কতটুকু সম্পন্ন হবে, বাংলাদেশের মানুসের রাজনীতির যে চরিত্র সেটা দেখে আমার যে সন্দেহ হয়েছিল সেগুলো আমি পরিস্কার করেছি।

অনেকে সেদিন মনখুন্ন হয়েছিল, কিন্তু সময় যতই অতিবাহিত হয় তখন সবাই বুঝতে পারবে ড. অলি আহমেদ সবাইকে হুসিয়ারি করে দিয়েছিল। আজকে দেখছেন পত্র-পত্রিকায় যাদের কথার কোনো ভারসাম্য নাই। যাদের কাছে দুইজন প্রার্থী নাই, তারাও ১৫০ জন প্রার্থী চায়। এইভাবে রাজনীতি হয় না। এটা হল ভাগ বাটোয়ারা রাজনীতি। ভাগ বাটোয়ারা রাজনীতি হবে না। প্রাধান্য দিতে হবে যোগ্যতাকে, জনগনের কাছে যার গ্রহনযোগ্যতা বেশি তাকে। আগামী দিন গুলোতে সহজে কেউ পার পাবেন না। এটা খুবই কঠিন পথ। ২০১৪ সাল পুনরায় ফিরে আসবে না।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, দলটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল করিম আব্বাসি, আবদুল গণি, প্রফেসর মো. আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মোস্তফা, সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!