DMCA.com Protection Status
title="৭

চট্টগ্রাম কারাগারের জেলার নগদ ৪৪ লাখ টাকা, ফেনসিডিল ও ৩ কোটি টাকার চেক সহ আটক।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে ১২ বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে তাকে আটক করে ভৈরব রেলওয়ে পুলিশের সদস্যরা।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মজিদ জানান, চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাস দুপুরে চট্টগ্রাম থেকে বিজয় এক্সপ্রেস আন্তনগর ট্রেনে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা ও ১ কোটি ৩০ লাখ টাকার ব্যাংক চেক জব্দ করা হয়েছে। এ ছাড়াও তার স্ত্রীর নামে ২ কোটি ২০ লাখ টাকা এফডিআর সংক্রান্ত নথি উদ্ধার করা হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

বিশ্বস্ত সূত্রে জানা যায়,সাবেক ছাত্রলীগ ক্যাডার এই জেল কর্মকর্তার সাথে অবৈধ হাসিনা সরকারের শীর্ষ নেতাদের সাথে যথেষ্ট দহরম মহরম রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আটকের সময় সোহেল রানা মদ্দপ অবস্থায় ছিলেন। চট্টগ্রাম কারা সূত্র জানিয়েছে, বন্দিদের সঙ্গে সাক্ষাত, বন্দিদের খাবার সরবরাহ, মাদক সরবরাহ, হাসপতাল বেডে শীর্ষ সন্ত্রাসী ও জঙ্গিদের সুবিধা দেয়াসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রতিমাসে লাখ লাখ টাকা অবৈধ আয় করেন তিনি। চট্টগ্রাম কারাগারে যোগদানের পর থেকে তিনি বেপরোয়া হয়ে ওঠেন। নিম্ন সারির কর্মকর্তারা তার এসব অপকর্মের প্রতিবাদ করলে তাদের ভাগ্যে জোটে বদলি। সোহেল রানা গ্রেফতার হওয়ায় কারাগারের অনেক কর্মকর্তা ও কারারক্ষী প্রকাশ্যে না বললেও ভেতরে ভেতরে খুশি হয়েছেন।

 

Share this post

scroll to top
error: Content is protected !!